News71.com
 Entertaintment
 24 Apr 21, 09:29 PM
 422           
 0
 24 Apr 21, 09:29 PM

অভিনয় ছেড়ে ইসলামের পথে অভিনেত্রী অ্যানি খান।।

অভিনয় ছেড়ে ইসলামের পথে অভিনেত্রী অ্যানি খান।।

বিনোদন ডেস্কঃ অভিনেত্রী অ্যানি খান ধর্মের টানে অভিনয় ছেড়ে স্বামী-সংসার ও ব্যবসা নিয়ে জীবন যাপন করতে গিয়েও পড়েছেন বিপাকে। ক্রমাগত কটূ কথা শুনতে হচ্ছে তাকে! ফেসবুকে তাকে নিয়ে একশ্রেণির মানুষ নোংরামি করছেন বলে দাবি অ্যানির।

কিছুদিন আগে অভিনেত্রী অ্যানি খানের একটি লাইভ ভিডিও শেয়ার করেন এক ব্যক্তি। ক্যাপশনে অ্যানিকে নিয়ে বাজে মন্তব্যও করেন তিনি। শুধু তাই নয়, শোবিজ ছেড়ে দেওয়ার পরও নিয়মিত তাকে কটূ কথা শুনতে হচ্ছে। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে পেজে লাইভে এসে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন অ্যানি খান। অ্যানি বলেন, ‘আমি আসলে কারো দাওয়াতে ইসলামের পথে আসিনি। আমার কারণেই দ্বীনের পথে এসেছি। আমি দ্বীনের পথে কতটুকু থাকব, থাকব না সেটা আমার ইচ্ছা। আল্লাহ আমাকে কতটুকু হেদায়াত করেছেন সেটা আল্লাহ ভালো জানেন। আমি জান্নাতে যাব, নাকি জাহান্নামে যাব, সেটাও আল্লাহ নির্ধারিত।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন