News71.com
 Entertaintment
 24 Apr 21, 09:54 PM
 456           
 0
 24 Apr 21, 09:54 PM

স্বাভাবিক জীবনে ফিরছেন সুশান্তর প্রেমিকা রিয়া চক্রবর্তী।।

স্বাভাবিক জীবনে ফিরছেন সুশান্তর প্রেমিকা রিয়া চক্রবর্তী।।

বিনোদন ডেস্কঃ সুশান্তর মৃত্যুর ঘটনার পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন রিয়া চক্রবর্তী। এরই মধ্যে করোনাকালীন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে শুক্রবার একটি স্টোরি পোস্ট করেছেন রিয়া। তিনি লিখেছেন, 'কঠিন সময় প্রয়োজন ঐক্যের। যাদের সাহায্য করতে পারবেন, করুন। ছোট হোক বা বড়, সাহায্য তো সাহায্যই হয়। মেসেজ করে জানান আমি যদি কোনো ভাবে আপনার সাহায্য করতে পারি। যথাসাধ্য চেষ্টা করব। নিজের খেয়াল রাখুন, স্নেহশীল হোন'। কঠিন সময় ভালোবাসা এবং সাহস রাখার বার্তাও দিয়েছেন তিনি।

প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর প্রথম আঙুল উঠে রিয়ার দিকে। বিভিন্ন ধরনের ট্রল, মিম, কটাক্ষ করা হয় সোশ্যাল মিডিয়াজুড়ে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে অভিনেত্রীর পরিবার, শিক্ষা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। এবার সেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মানুষকে সাহায্য করতে চাইছেন রিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন