News71.com
 Entertaintment
 24 Apr 21, 09:54 PM
 623           
 0
 24 Apr 21, 09:54 PM

এক নারীর ফুসফুস প্রতিস্থাপনের দায়িত্ব নিলেন সোনু সুদ।।

এক নারীর ফুসফুস প্রতিস্থাপনের দায়িত্ব নিলেন সোনু সুদ।।

বিনোদন ডেস্কঃ ভারতের বিপর্যস্ত করোনা পরিস্থিতির মধ্যে কয়েকজন আশার বাণী শোনাচ্ছেন। এরই মধ্যে অভিনেতা ও মডেল সোনু সুদ একজন। গত বছর করোনার সময় থেকে যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন এ জন্যই সবার কাছে হিরো হয়ে উঠেছেন এই অভিনেতা। হাজার হাজার শ্রমিককে নিজের উদ্যোগে ঘরে ফিরিয়েছেন, প্রাণ বাঁচিয়েছেন গরিব মানুষের, কেউ তা ভুলে যাননি। এবার সেই সোনু সুদ নাগপুরের এক করোনা আক্রান্ত সংকটজনক নারীকে চিকিৎসার জন্য হায়দরাবাদ পাঠালেন।

ভারতী নামের ওই নারীর ফুসফুসের ৮৫ থেকে ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত। তার ২৫ বছরের একটি মেয়ে আছে। ওই নারীর প্রাণ বাঁচানোর আর্তি যখন সোনু সুদের কাছে পৌঁছায় তিনি দ্রুত উদ্যোগ নেন। সোনু ওই নারীকে বাঁচানোর জন্য যা করা দরকার করবেন বলে জানান। তিনি নাগপুরের চিকিৎসকদের বলেন, হায়দাবাদের অ্যাপেলো হাসপাতালের সেরা চিকিৎসকদের দিয়ে তিনি চিকিৎসার ব্যবস্থা করবেন। সেই মতো সোনু ভারতীকে নাগপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হায়দরাবাদ পাঠানোর ব্যবস্থা করেন। এদিকে সোনু নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে আজ টুইট করেন নিজেই জানিয়েছেন তিনি এখন করোনা মুক্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন