News71.com
 Entertaintment
 25 Apr 21, 11:40 PM
 479           
 0
 25 Apr 21, 11:40 PM

এফবিসিসিআইয়ের পরিচালক পদের লড়াইয়ে শমী কায়সার।।

এফবিসিসিআইয়ের পরিচালক পদের লড়াইয়ে শমী কায়সার।।

বিনোদন ডেস্কঃ নব্বই দশকে অসংখ্য নাটক দিয়ে কোটি দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন শমী কায়সার। নাটকের পাশাপাশি বিজ্ঞাপন ও সিনেমাতেও গ্ল্যামার আর অভিনয়ের মুন্সিয়ানা ছড়িয়েছেন তিনি। গত কয়েক বছর ধরে শোবিজে অনিয়মিত শমী। তাকে ব্যস্ত দেখা যায় রাজনীতি ও ব্যবসার মাঠে।

কয়েক বছর ধরে সম্পৃক্ত আছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে। পালন করেছেন পরিচালক পদের দায়িত্বও। আবারও সেই দায়িত্ব নিতে নির্বাচনের মাঠে লড়াইয়ে নেমেছেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী। আগামী ৫ মে হবে নির্বাচন। তার আগ মুহূর্তে এই লকডাউনেও জমে উঠেছে এফবিসিসিআইয়ের নির্বাচনী আমেজ। প্রকাশ হয়েছে নির্বাচনের বৈধ প্রার্থী তালিকাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন