বিনোদন ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর ভোট গণনা চলছে। গত এক মাস ধরে ৮ দফায় ভোটগ্রহণ শেষে রোববার (০২ মে) সকাল থেকে ভোট গণনা শুরু হয়েছে। গণনা যত এগোচ্ছে, ততই তৃণমূলের জয়ের ছবি স্পষ্ট হচ্ছে। এখন পর্যন্ত ২০০ আসনে এগিয়ে আছে তৃণমূল আর বিজেপি এগিয়ে আছে মাত্র ৮৬ আসনে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। তৃণমূলের জয়কে তিনি বাঙালির জয় বলে আখ্যায়িত করেছেন।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রতিক্রিয়ায় নচিকেতা বলেন, আজ বাঙালির জয়ের দিন। বাঙালি জিতিয়া প্রমাণ করিল, বাঙালি শ্রেষ্ঠ প্রজাতি। কোনো এক মনীষী বলেছিলেন, বাংলা আজ যেটা ভাবে, ভারত সেটা ভাবে পরশু। বাঙালিদের এই অহঙ্কারের জায়গাটা একটা সময় পর্যন্ত ছিল। তবে ইদানীং আমরা যেন নিজেদের বাঙালি ভাবতে লজ্জা পাচ্ছিলাম। এখনও প্রচুর মানুষ আছেন, যারা ইংরেজিতে কথা বলতে ভালবাসেন, হিন্দিতেও। কিন্তু আজ একটা বিষয় প্রমাণিত হয়ে গেল, যে দলটা প্রায় গোটা ভারতকে মুঠোয় নিয়ে ফেলেছে, বাংলাকে তারা কব্জা করতে পারল না। এটা আক্ষরিক অর্থেই আমাদের অর্থাৎ বাঙালিদের জয়।