News71.com
 Entertaintment
 17 May 21, 10:59 PM
 436           
 0
 17 May 21, 10:59 PM

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৩ বছরে পদার্পণ।।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৩ বছরে পদার্পণ।।

 

বিনোদন ডেস্কঃ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ১৯৭৫ সালে চলচ্চিত্র সংসদের উদ্যোগে ফিল্ম আর্কাইভের রূপরেখা প্রণয়ন করা হয় এবং তৎকালীন তথ্য ও বেতার মন্ত্রণালয়ে তা পেশ করা হয়। ১৯৭৫ সালের মর্মান্তিক ও বিয়োগান্তক ঘটনার পর এ প্রক্রিয়া থমকে যায়। পরবর্তীতে ১৯৭৮ সালের ১৭ মে  তথ্য মন্ত্রণালয়ের অধীনে ‘ফিল্ম ইনস্টিটিউট ও আর্কাইভ’ নামে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় এবং ১৯৮৪ সালে ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ’ নামকরণ করা হয়।

 

প্রতিষ্ঠালগ্ন থেকে পর্যায়ক্রমে ধানমন্ডি , কলেজগেট, গণভবন ও সর্বশেষ শাহবাগে এর কার্যক্রম পরিচালনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহে ঢাকার আগারগাঁও এ প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বিশ্বমানের অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন ফিল্ম আর্কাইভ ভবন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ০১ নভেম্বর  নবনির্মিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সকল  চলচ্চিত্র ব্যাক্তিত্ত্ব, সকল সুহৃদ ও শুভ্যানুধায়ী, সকল চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের  বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন