বিনোদন ডেস্কঃ মুক্তির প্রথম দিনই বলিউড সুপারস্টার সালমান খানের ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে সমালোচনা করতে গিয়ে বিরূপভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন ‘বিতর্কিত’ সিনেমা সমালোচক কমল রশিদ খান। রিভিউ দিতে গিয়ে ক্যামেরার সামনে ব্যঙ্গাত্মকভাবে কাঁদতে দেখা যায় তাকে। বিষয়টি নাকি হজম করতে পারেননি ‘ভাইজান’। সমালোচক রশিদের দাবি, তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সালমান খান। এরই মধ্যে নোটিশ চলে গেছে তার বাড়িতে। আর মামলাটি দায়ের করা হয়েছে মুম্বাইয়ের দায়রা আদালতে।
বিষয়টি জানিয়েছেন এই সমালোচক নিজেই। একটি আইনি নোটিশের কপি যুক্তি করে টুইটারে তিনি লেখেন, ‘প্রিয় সালমান খান, এই মানহানির মামলাই প্রমাণ করে আপনি হতাশ এবং নিরাশ। আমি আমার অনুসারীদের জন্য রিভিউ দিয়েছি, আমি আামার কাজ করেছি। আমাকে আপনার সিনেমার পর্যালোচনা করতে বাধা দেওয়ার পরিবর্তে আপনার উচিৎ আরও ভালো সিনেমা করা। আমি সত্যের জন্য লড়েই যাবো! ধন্যবাদ এই মামলার জন্য’। আরেক টুইটে তিনি মামলাটি নিয়ে উপহাস করে লেখেন, ‘আদালতে মামলাটির শিরোনাম খুব ভালো লাগবে, খান বনাম খান’!