News71.com
 Entertaintment
 02 Jun 21, 11:28 PM
 454           
 0
 02 Jun 21, 11:28 PM

বিতর্কিত গায়ক নোবেলের মামলার তদন্তে সিআইডি।।

বিতর্কিত গায়ক নোবেলের মামলার তদন্তে সিআইডি।।

 

বিনোদন ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২ জুন) বিকেলে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলাটি তদন্ত করে আগামী ৬ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।  এর আগে একই দিন সকালে নোবেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আদেশের জন্য রাখেন।  

 

মামলার আর্জি থেকে জানা যায়, সম্প্রতি নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে ইথুন বাবুকে ‘চোর’ আখ্যা দিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে নোবেল লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’। নোবেলের এমন স্ট্যাটাস ইথুন বাবুর ভক্ত-শ্রোতা, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীরা দেখতে পেয়ে তাকে অবগত করেন। পরে গত ২ মে তিনি হাতিরঝিল থানায় মামলা করতে যান। কিন্তু থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন