News71.com
 Entertaintment
 10 Jun 21, 06:43 PM
 25           
 0
 10 Jun 21, 06:43 PM

নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত আর নেই।।

নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত আর নেই।।

 

 

বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ভারতের দক্ষিণ কলকাতার নিজের বাসভবনে মৃত্যু হয় তার। অনেকদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। সেজন্য ডায়ালিসিস চলছিল তার। কিডনির সমস্যার সঙ্গে যুক্ত হয়েছিল বার্ধক্যজনিত সমস্যা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ‘তাহাদের কথা’, ‘উত্তরা’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তিনি। এ ছাড়া তার পাঁচটি চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের শিরোপা পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায়। 

 

পশ্চিমবঙ্গের সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তার আরো দু’টি চলচ্চিত্র— ‘দূরত্ব’ এবং ‘তাহাদের কথা’। চলচ্চিত্র পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করলেও তার চলাচল ছিল সাহিত্য জগতেও। কবি বুদ্ধদেবের কলমে উঠে এসেছে একাধিক কবিতা, যা নিয়ে আজও চর্চা হয়। তার কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘রোবটের গান’, ‘ছাতা কাহিনি’, ‘গভীর আড়ালে’ ইত্যাদি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন