News71.com
 Entertaintment
 19 Jul 21, 01:14 PM
 602           
 0
 19 Jul 21, 01:14 PM

বিএফডিসিতে কোরবানির পশু জবাই নিষিদ্ধ॥

বিএফডিসিতে কোরবানির পশু জবাই নিষিদ্ধ॥

বিনোদন ডেস্কঃ প্রতি বছর ঈদুল আযহায় চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তি উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) পশু কোরবানি দিতে দেখা যায়। তবে করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে এবছর তা নিষিদ্ধ করা হয়েছে। এই সংক্রান্ত একটি নোটিস বিএফডিসির বিভিন্ন ভবনের দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিএফডিসির সহকারী পরিচালক (সিকিউরিটি ইনচার্জ) আমিনুল করিম খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর বিএফডিসি ভেতরে কোরবানির পশু প্রবেশ ও জবাই কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমিনুল করিম বলেন, কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত ৭ দিন আগে নিয়েছে। কোরবানি দিলে একাধিক স্থানে নোংরা আবর্জনায় ভরে যায় ও দুর্গন্ধ ছড়ায়। এ জন্যই এমন সিদ্ধান্ত। এদিকে, চিত্রনায়িকা পরীমনিসহ পরিচালক সমিতি ও শিল্পী সমিতির পক্ষ থেকেও বিএফডিসিতে গরু কোরবানির প্রস্তুতির কথা শোনা যাচ্ছিল। তবে এ বিষয় আবেদন করলেও কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান আমিনুল করিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন