বিনোদন ডেস্কঃ চিত্রনায়িকা একার সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। শনিবার (৭ আগস্ট) এফডিসিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির সভাপতি মিশা সওদাগর। ওই সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা পরীমনিরও সদস্যপদ স্থগিত করার কথা ঘোষণা করা হয়। মিশা বলেন, একা ও পরীমনির ঘটনাটি শিল্পীসমাজের জন্য বিব্রতকর। কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না শিল্পী সমিতি। তাদের মামলা চলমান থাকায় একা ও পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হলো। মিশা আরও জানান, শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৬–এর খ এবং ৯–এর গ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন, সঙ্গে সঙ্গে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হবে।
গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। পরে সেখানে অভিযান শেষে নায়িকাকে আটক করা হয়। অভিযানে তার বাসা থেকে মাদক উদ্ধারের দাবি করে র্যাব। পরে অভিনেত্রীকে গ্রেপ্তার দেখানো হয়। তার দেওয়া বিভিন্ন তথ্য নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বনানীর নিজ বাসা থেকে মাদকসহ চিত্রনায়িকা পরীমনিকে আটকের পর নড়েচড়ে বসেছে ফিল্মপাড়া। পরীমনিকে আটকের চারদিনের মাথায় এ বিষয়ে অনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।তার আগে গত শনিবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর হাতিরঝিল উলন রোড থেকে ৯৯৯-এ কল পেয়ে চিত্রনায়িকা একার বাসা থেকে নির্যাতনের শিকার এক গৃহকর্মীকে উদ্ধার করে পুলিশ। নির্যাতিতা হাজেরা বেগম নামে (৩৫) ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত চিত্রনায়িকা একাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।