বিনোদন ডেস্কঃ বহুল আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব বাংলাদেশের পাশাপাশি একসঙ্গে বিশ্বের ৩ মহাদেশে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৩ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে আরও ১১টি দেশে সিনেমাটি দেখা যাবে।ঢাকার সঙ্গে একই দিনে নিউইয়র্ক, সিডনি এবং অকল্যান্ডের প্রবাসী দর্শক ‘মিশন এক্সট্রিম’ উপভোগ করতে পারবেন বলে নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন। এ প্রসঙ্গে ‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক, প্রযোজক ও লেখক সানী সানোয়ার বলেন, দেশের আগেই বিদেশে বুকিং শুরু হওয়াতে আমরা খুব আনন্দিত।তবে, দেশ-বিদেশে ডিস্ট্রিবিউশনের পাশাপাশি আমরা ‘মিশন এক্সট্রিম’র প্রচারণার কাজ ফের ব্যাপক আয়োজনে শুরু করতে যাচ্ছি। খুব শিগগিরই প্রকাশ করবো সিনেমার ট্রেলার এবং চমকপ্রদ সব কনটেন্ট। সর্বোচ্চ এফোর্ট দিয়ে প্রচারণা কার্যক্রম চালানো হবে যাতে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে আমাদের ম্যাসেজ পৌঁছাতে পারে।
অচিরেই সিনেমাটির বিশ্বব্যাপী মুক্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানান অপর পরিচালক ফয়সাল আহমেদ। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ডিস্ট্রিবিউশন কোম্পানি বায়োস্কোপ ফিল্মস-এর কর্ণধার রাজ হামিদ ‘মিশন এক্সট্রিম’ নিয়ে বলেন, হলিউডের বিখ্যাত সব সিনেমাগুলোর মতো নিউইয়র্কেও ‘মিশন এক্সট্রিম’-এর প্রিমিয়ার শো হবে ৩ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে। জ্যামাইকা মাল্টিপ্লেক্সে সিনেমা কমপ্লেক্সে ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট ২৭টি শো চূড়ান্ত করা হয়েছে। আমরা এই সিনেমাটি দিয়ে কোভিড পরবর্তী পৃথিবীতে সবাইকে স্বাগত জানাতে চাই। মুক্তির খবর শুনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও খুব আনন্দিত।