বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) মুম্বাইয়ের এসপ্ল্যানেড আদালতে নেওয়া হয়। এদিন আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আরিয়ানসহ ৬ জনের ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আদালতে জানান, আরিয়ানের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছে তারা। যে তথ্যের কারণে মাদক মামলায় নতুন মোড় নিয়েছে।
এই মামলায় ১৭ জনকে গ্রেফতার করেছে এনসিবি। আরিয়ানের থেকে পাওয়া তথ্য থেকেই সম্প্রতি গ্রেফতার করা হয়েছে অচিত কুমার নামের এক ব্যক্তিকে। এনসিবির জানায়, আরও অভিযান পরিচালনা করবেন তারা। সেখান থেকে গ্রেফতার করা হবে এমন ব্যক্তিদের আরিয়ানের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। এ কারণেই আরও চারদিন (১১ অক্টোবর) পর্যন্ত আরিয়ানকে হেফাজতে রাখার আবেদন করে এনসিবি। অন্যদিকে আরিয়ানের জামিনের আবেদন জানায় তার আইনজীবী সতীশ মানশিণ্ডে। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।