বিনোদন ডেস্কঃ ‘বাহুবলি’খ্যাত অভিনয়শিল্পী তামান্না ভাটিয়া প্রথমবার কাজ করেছেন টেলিভিশন মিডিয়ায়। ‘মাস্টারশেফ’ নামের রান্না বিষয়ক রিয়েলিটি শো-এর উপস্থাপনা করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রী। তবে ঠিকমতো এর পারিশ্রমিক না পাওয়ায় আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন তামান্না। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘মাস্টারশেফ’-এর তেলুগু ভার্সনের উপস্থাপক হিসাবে কাজ করেছেন তামান্না। তবে এ কাজের জন্য ঠিকমতো অর্থ পাননি তামান্না৷ তার সঙ্গে যে অপেশাদার আচারণ করা হয়েছে সে জন্য আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন এ অভিনেত্রী।
অভিনেত্রী তামান্নার আইনজীবী একটি বিবৃতি জারি করেছেন। যাতে লেখা ছিল, ‘মাস্টারশেফ’-এর বকেয়া পরিশোধ না করা এবং প্রোডাকশন হাউজের অপেশাদার আচরণের কারণে তামান্না ভাটিয়া আইনি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। যেহেতু অনুষ্ঠানটির সংশ্লিষ্টরা যোগাযোগ বন্ধ করে দিয়েছে তাই আইনিভাবে মামলা করতে বাধ্য হয়েছেন এ অভিনেত্রী। কয়েকদিন আগে গুজব ছড়িয়ে পড়েছিল যে তামান্না শো ছেড়ে চলে গেছেন। জনপ্রিয় তেলেগু উপস্থাপিকা অনসূয়া ভরদ্বাজ তার জায়গায় ‘মাস্টারশেফ’-এর উপস্থাপনা করতে দেখা যাবে। তবে তা ছিল শুধুই গুজব। এর আগে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গিয়েছিল, ‘মাস্টারশেফ’-এর উপস্থাপনার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও নিচ্ছেন তামান্না। এ শোয়ের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার কথা এ অভিনেত্রীকে।