News71.com
 Entertaintment
 13 Nov 21, 12:03 PM
 354           
 0
 13 Nov 21, 12:03 PM

ট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিটিভির বিশেষ নাটক॥

ট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিটিভির বিশেষ নাটক॥

বিনোদন ডেস্কঃ ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘অনাকাঙ্ক্ষিত’। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের মূল ভাবনায় নাটকটি রচনা করেছেন ফজলুল করিম। প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, সাবেরী আলাম, লুৎফর রহমান জর্জ, লারা লোটাস, সাজ্জাদ রেজা, সেলিম কামাল, রাজু আহসানসহ অনেকে।

নাটকটি প্রসঙ্গে প্রযোজক বলেন, ‘অনেক সময় বখাটে ছেলেরা রেললাইনের পাশ থেকে পাথর ছুড়ে যাত্রীদের আহত করে। নাটকের নায়িকা সুরভীর জীবনেও তাই হয়েছিল। এই অনাকাঙ্কিত ঘটনা আর যাতে না ঘটে, সে ব্যাপারে সামাজিক সচেতনতাই নাটকটির মূল বিষয়বস্তু।’ ‘অনাকাঙ্ক্ষিত’ গল্পে দেখা যাবে, দুই পরিবার সুরভী ও পরাগের বিয়ের দিন-তারিখ ঠিক করে। বিয়ের আগে পরাগকে নিয়ে সুরভীর মা সুরভীর নানীকে দেখতে যায়। ফেরার পথে ট্রেনে জানালার পাশে বসে থাকার সময় বখাটে ছেলেদের ছোঁড়া পাথরে সুরভীর একটি চোখ নষ্ট হয়ে যায়। সুরভীর চোখ নষ্ট হওয়ার খবর শুনে পরাগের বাবা বিয়ে ভেঙে দেয়। এভাবে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নাটকটির গল্পটি এগিয়ে যাবে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টায় বিটিভিতে ‘অনাকাঙ্ক্ষিত’ নাটকটি প্রচার হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন