বিনোদন ডেস্কঃ দক্ষিণ ভারতীয় সুপারস্টার কমল হাসান করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারত ফেরেন এই অভিনেতা। নিজ দেশে ফিরেই করোনা পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তিনি হাসপাতালে ভর্তি হন। সোমবার (২২ নভেম্বর) অসুস্থতার বিষয়টি কমল হাসান নিজেই জানিয়েছেন। তামিল ভাষায় টুইটারে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার পর আমি সামান্য সর্দি-কাশির সমস্যা অনুভব করি। পরীক্ষা করানোর পর কোভিড পজিটিভ আসে। আমি হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছি। মহামারি এখনো অতীত হয়নি।’ ৭ নভেম্বর নিজের ৬৭তম জন্মদিন পালন করেন কমল হাসান। তখনও শারীরিকভাবে সুস্থ ছিলেন তিনি। তখন সবাই তাকে শুভেচ্ছায় ভাষায়। একই দিন নিজের পরবর্তী সিনেমা ‘বিক্রম’-এর পোস্টার প্রকাশ করেন এই তারকা। বর্তমানে তামিল ভাষার ‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব পালন করছিলেন কমল হাসান। কিন্তু তিনি অসুস্থ হওয়ায় এই দায়িত্ব কে নেবেন, তা নিয়ে দর্শকদের মনে প্রশ্ন জেগেছে।