বিনোদন ডেস্কঃ ২০২১ সালের শেষ দিনে থাকছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এদিন প্রচার হবে হবিগঞ্জে ধারণ করা পর্ব। এবারের পর্ব প্রচারের মাধ্যমে ‘ইত্যাদি’ এবার ৩৩ বছর শেষ করছে। ১১ ডিসেম্বর বিশেষ এই পর্বটির দৃশ্যধারণ করা হয়েছে। জানা গেছে, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ডাকবাংলোর সামনে ধারণ করা হয়েছে ‘ইত্যাদি’র নতুন পর্ব। এ পর্বে থাকছে দুটি গান। এর মধ্যে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও ইবরার টিপুর সুরে একটি দেশাত্মবোধক গান দ্বৈতকণ্ঠে গেয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী। অন্য একটি গানে হবিগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থানের পরিচিতি তুলে ধরা হবে, এর সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ, কণ্ঠ দিয়েছেন রিয়াদ ও তানজিনা রুমা। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল। থাকছে তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপকের বাংলো নিয়ে রয়েছে তিনটি তথ্যভিত্তিক প্রতিবেদন। অনুষ্ঠানে ফরিদুল আলম নামে একজন প্রযুক্তিপ্রেমী ব্যবসায়ীকে দেখানো হবে, মানুষকে সেবা দিয়ে যিনি হয়ে উঠেছে প্রযুক্তি যুগের আলাদীনের চেরাগ।