News71.com
 Entertaintment
 11 Jan 22, 11:08 AM
 167           
 0
 11 Jan 22, 11:08 AM

মা হচ্ছেন আলোচিত নায়িকা পরিমনি॥

মা হচ্ছেন আলোচিত নায়িকা পরিমনি॥

বিনোদন ডেস্কঃ নায়িকা পরীমনি মা হচ্ছেন, গতকাল সোমবার দুপুর থেকেই এখবর রাজধানীর চলচিত্র অঙ্গনে আলোচনার ঝড তুলেছেন। আর সেই সঙ্গে আলোচনায় এসেছে পরীমনির বিয়ে করা না করা প্রসঙ্গ। যদিও এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, নায়িকা পরীর স্বামী দাবী করা অভিনেতা শরিফুল রাজ। নিজেদের বিয়ের প্রসঙ্গে তিনি জানিয়েছেন, গত বছরের ১৭ অক্টোবর তারা গোপনে বিয়ে করেছেন। শুরু থেকেই বিষয়টি তারা গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু বাবা হওয়ার খবর আর গোপন রাখতে পারেননি।

এতদিন বিয়ের খবরটি গোপন রাখার চেষ্টার কারণেই বিয়ের অনুষ্ঠান করা হয়নি। তবে তিনি বলেছেন, আমরা খুব বড় করে বিয়ের অনুষ্ঠান করবো, সবাইকেই দাওয়াত করবো। রাজের অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম আইসক্রিম। ‘ন ডরাই’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি আলোচিত হন। এর আগে তিনি বেশ কয়েকটি টেলিভিশন নাটক অভিনয় করেন। চলচ্চিত্রাঙ্গনে আসার আগে তিনি র‍্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন