বিনোদন ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। শনিবার দুপুরে বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়। শারীরিক অবস্থার কারণে নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানান। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যে এ সংক্রান্ত কোনও নির্বাচন কমিশনের কাছে না পৌঁছানোয় পরীমনির প্রার্থিতা বহাল থাকছে বলে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন।
শনিবার (১৫ জানুয়ারি) রাত আটটার পর এই তথ্য জানিয়েছেন তিনি। জাহিদ হোসেন বলেন, শনিবার দুপুর ২টা পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচন কমিশনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। পূর্ব নির্ধারিত সময়ে আমরা কারো প্রার্থিতা প্রত্যাহারের চিঠি পাইনি। পরীমনির কোনো চিঠিও নির্বাচন কমিশনের হাতে আসেনি। ফলে পরীমনির প্রার্থিতা প্রত্যাহার হয়নি। এই নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনের বিধি অনুযায়ী পরীমনিকে নির্বাচনে অংশ নিতে হবে। তবে সে যদি নির্বাচনে অংশ না নেন সেটি ব্যক্তিগতভাবে ঘোষণা দিতে পারে। তবে নির্বাচনের খসড়া তালিকায় তার নাম থাকবে।