News71.com
 Entertaintment
 23 Feb 22, 12:48 AM
 310           
 0
 23 Feb 22, 12:48 AM

২৫ বছর পূর্তিতে চালু হলো প্রাচ্যনাটের ওয়েবসাইট।।

২৫ বছর পূর্তিতে চালু হলো প্রাচ্যনাটের ওয়েবসাইট।।

বিনোদন ডেস্কঃদেশের প্রথম সারির নাট্যদল প্রাচ্যনাট ২৫ বছর পেরিয়ে ২৬ বছরে পা দিয়েছে। প্রতিষ্ঠানটির রজত জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে সোমবার (২১ ফেব্রুয়ারি) চালু করা হয়েছে অফিসিয়াল ওয়েব সাইট।  এদিন প্রাচ্যনাটের মহড়া কক্ষে ওয়েবসাইটটি (www.prachyanat.com) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনয়শিল্পী জাহিদ হাসান। সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা আজাদ আবুল কালাম, তৌফিকুল ইসলাম ইমন, রাহুল আনন্দ, শতাব্দী ওয়াদুদসহ দলের অন্যান্য সদস্যবৃন্দ।  এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, প্রাচ্যনাটের ২৫ বছর বাংলাদেশের জন্য একটি বড় দৃষ্টান্ত। দলের দায়িত্ব আরো বেড়ে গেল। একটি দলের ২৫ বছর পর মানুষ ভুলগুলো আর ক্ষমা করে না, ভুলগুলো ধরে। সেই ভাবেই দলকে এগিয়ে যেতে হবে।

প্রাচ্যনাটের কর্ণধার আবুল কালাম বলেন, এখন নতুনদের জায়গা দিতে হবে, তারা যেন আরো ভালো করে সেই ভাবে তাদের বুঝিয়ে দিতে হবে। উল্লেখ্য, ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারিতে ‘প্রাচ্যনাট’র যাত্রা শুরু হয়।  এই ২৫ বছরে প্রাচ্যনাট ৩৬টি বড় ও ছোট প্রযোজনা উপহার দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- সার্কাস সার্কাস, এ ম্যান ফর অল সিজনস্, কইন্যা, রাজা এবং অন্যান্য, কিনু কাহারের থেটার, পুলসিরাত ও খোয়াবনামা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন