News71.com
 Entertaintment
 03 Mar 22, 12:02 AM
 366           
 0
 03 Mar 22, 12:02 AM

এফডিসিতে উত্তেজনা॥পুলিশের অভিযান

এফডিসিতে উত্তেজনা॥পুলিশের অভিযান

বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্ট রায় দিয়েছেন বুধবার (২ মার্চ)। রায়ে চিত্রনায়ক জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত।হাইকোর্টের রায়ের পর এদিন বিকেলে এফডিসিতে আসেন জায়েদ খান। এরপরই বিএফডিসিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিপুণ-জায়েদ খান পক্ষ-বিপক্ষের সমর্থকদের নানা রকম স্লোগান দিতে শোনা যায়। অনেকে এফডিসিজুড়ে জটলা পাকায়। এরপরই এদিন সন্ধ্যায় ঝটিকা অভিযান চালান তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পুলিশ সদস্যরা লাঠি নিয়ে ধাওয়া শুরু করে নিপুণ-জায়েদ খান পক্ষ-বিপক্ষ অনুসারীদের। এ প্রসঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল কালাম জানান, এফডিসি তেজগাঁও শিল্পাঞ্চল থানার অধীনে। এটি কেপিআই ভুক্ত এলাকা। তাই নিয়মিত ডিউটি হিসেবেই অভিযান পরিচালনা করা হয়েছে। জানা যায়, নিপুণ ও জায়েদ খান দুজনেই দলবল নিয়ে অবস্থান করছেন এফডিসিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন