নিউজ ডেস্কঃ টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে অসংখ্য সিনেমায় অভিনয় করে পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের নায়ক হিসাবে শীর্ষস্থানে অবস্থান করছেন প্রসেনজিৎ। তবে তিনি যে একাই ধরে রেখেছেন কলকাতা ইন্ডাস্ট্রি এ কথার সঙ্গে একমত নন আরেক অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।
ওপার বাংলার টেলিভিশন চ্যানেল জি বাংলার জনপ্রিয় এক অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন একসময়কার জনপ্রিয় নায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। সঞ্চালক একপর্যায়ে চিরঞ্জিৎকে বলেন , 'বুম্বাদা (প্রসেনজিৎ) একা ৩০ বছর ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেছেন।' এ কথার প্রতিক্রিয়ায় কিছুটা আক্ষেপ প্রকাশ করেন চিরঞ্জিৎ। তিনি জানান, এ কথাটা তার কাছে অযৌক্তিক মনে হয়েছে। চিরঞ্জিৎ বলেন, 'সে সময় কি ভিক্টর ব্যানার্জি, মিঠুন চক্রবর্তী, আমি ছিলাম না? আমরা কি তাহলে ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম?'পরে অবশ্য সহকর্মীর প্রশংসা করে চিরঞ্জিৎ জানান, প্রসেনজিতের মতো ইন্ডাস্ট্রিকে কেউ চেনে না। তার সঙ্গে একমত পোষণ করে সঞ্চালক শাশ্বত চ্যাটার্জি বলেন, অনেক খুঁটিনাটির খোঁজ রাখেন প্রসেনজিৎ।