বিনোদন ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসানের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) রাজধানীর নিকেতনে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশানের (এফটিপিও) অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে এফটিপিওর চেয়ারম্যান মামুনুর রশীদ, সদস্য গাজী রাকায়েত, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সভাপতি মনোয়ার পাঠান ও অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম উপস্থিত ছিলেন। পর্যটন ভিসায় বাংলাদেশে এসে অভিনয় করছেন, এমন অভিযোগ প্রায়ই উঠে ভারতীয় অনেক শিল্পীর বিরুদ্ধে। এই ইস্যুতে ২০১৭ সালে কলকাতার অভিনয়শিল্পী পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলাদেশে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে কিছু মিডিয়া মিথ্যা খবর প্রচার করে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের শিল্পীদের মধ্যেও ভুল বোঝাবুঝি তৈরি হয়। এ বিষয়টি নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।
টেলিভিশন নাটকের বৃহত্তর সংগঠন এফটিপিও নেতাদের মতে, পরমব্রতর বিরুদ্ধে কখনোই জিডি হয়নি। পরমব্রতকে যে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশে নিয়ে এনেছিল, ক্যান্ডি প্রোডাকশন লিমিটেড নামের সেই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিনিধি শাহরিয়ার শাকিলের বিরুদ্ধে জিডি হয়েছে। বিদেশি শিল্পীদের নিয়ে কাজ করানোর পুরো দায় দায়িত্ব প্রযোজকের, সেটা শিল্পী কলাকুশলীদের ওপর বর্তায় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য কিছু পত্রিকা ও সামাজিকমাধ্যম ‘পরমব্রতর বিরুদ্ধে জিডি করল এফটিপিও’ এরকম সংবাদ ওই সময় ঢালাওভাবে প্রচার করে। এতে দুই বাংলার শিল্পী কলাকুশলীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। সভায় মামুনুর রশীদ ও গাজী রাকায়েত স্বাক্ষরিত এক চিঠি পড়ে শোনানো হয়।