News71.com
 Entertaintment
 25 Jul 22, 02:39 PM
 1358           
 0
 25 Jul 22, 02:39 PM

সর্বোচ্চ কর দিয়ে সম্মাননা পেলেন অক্ষয় কুমার।।

সর্বোচ্চ কর দিয়ে সম্মাননা পেলেন অক্ষয় কুমার।।

বিনোদন ডেস্কঃ অক্ষয় কুমার শুধু বড়পর্দার নায়ক নয়। বাস্তব জীবনেও তিনি একজন প্রকৃত নায়ক। কখনো মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করেন আবার কখনো আইনশৃঙ্খলাও মেনে চলেন অক্ষরে অক্ষরে। এই নায়কের পালকে যোগ হলো এক নতুন পালক। বিনোদন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি টাকা কর দিয়েছেন এই খিলাড়ি কুমার। ভারতের আয়কর দফতর থেকে তার সর্বোচ্চ কর প্রদানের জন্য একটি বিশেষ সম্মানফলক এবং একটি প্রশংসাপত্রও পাঠিয়েছে গত পাঁচ বছর ধরে সর্বোচ্চ করদাতার খেতাব জিতে আসছেন অক্ষয় কুমার।

বর্তমানে টিনু দেশাইয়ের সঙ্গে একটি সিনেমার শুটিংয়ের জন্য ব্রিটেনে রয়েছেন অক্ষয়। তাই অভিনেতার হয়ে আয়কর দফতরের প্রশংসাপত্র গ্রহণ করেছে তার টিম। এই সুখবর যদিও অপ্রত্যাশিত ছিল না। বর্তমানে অক্ষয়ের হাতে রয়েছে সিন্ডারেলা', ‘ওএমজি  টু', 'সেলফি' এবং নাম ঠিক না হওয়া আরও একটি সিনেমা। এদিকে দক্ষিণের আল্লুর হাতে রয়েছে 'পুষ্পা: দ্য রুল' সিনেমা।

 খবরঃএনডিটিভি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন