News71.com
 Entertaintment
 04 Aug 22, 01:31 PM
 536           
 0
 04 Aug 22, 01:31 PM

অনেক কিছু শেখার জন্য মুখিয়ে আছি।। সিয়াম

অনেক কিছু শেখার জন্য মুখিয়ে আছি।। সিয়াম

বিনোদন ডেস্কঃ কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নায়ক সিয়াম আহমেদ। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় তার সঙ্গে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী ও আয়ুষী তালুকদার। এই সিনেমার কাজের জন্য বর্তমানে কলকাতায় অবস্থান করছেন সিয়াম। সিনেমাটির অভিনয় শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী ও আয়ুষী তালুকদার তার সঙ্গে দেখা হয়েছে তার। 

বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সঙ্গে কাটানো মুহূর্তের একটি ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট দেন সিয়াম। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘দারুণ কিছু মুহূর্ত কাটলো তার সঙ্গে। এত হাম্বল একজন মানুষ! খুবই এক্সাইটেড যে বুম্বাদার সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছি।’  ‘পোড়ামন ২’-এর নায়ক আরো লেখেন, ‘তিনি (প্রসেনজিৎ) আমার আম্মুর ভীষণ পছন্দের একজন মানুষ। আর তার সঙ্গে একই সিনেমায় কাজ করব, এতে আম্মুও অনেক খুশি। এমন একজন কিংবদন্তীর সঙ্গে কাজ করব, অনেক কিছু শেখার জন্য মুখিয়ে আছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন