বিনোদন ডেস্কঃ কথার জাদু দিয়ে মুগ্ধতা ছড়িয়ে দেশব্যাপী পরিচিতি পেয়েছেন হানিফ সংকেত।একাধারে উপস্থাপক, পরিচালক, অভিনেতা, প্রযোজক, লেখক; নানামাত্রিক গুণের মানুষ তিনি। তার জনপ্রিয়তা এখনো বহমান। নন্দিত এই মানুষটির জন্মদিন রোববার (২৩ অক্টোবর)। ১৯৫৮ সালের আজকের এই দিনে বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত। জন্মদিনে ভক্ত-অনুরাগীরা হানিফ সংকেতকে শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তদের ভালোবাসায় মুগ্ধ এই কিংবদন্তি। এমন মূহুর্তে সবার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি, দোয়া চেয়েছেন নন্দিত এই তারকা। সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে হানিফ সংকেত লেখেন, 'যতদিন বাঁচি, বাঁচি যেন ভালোবাসা নিয়ে, বাঁচি যেন হৃদয়ের উত্তাপ বিলিয়ে। আপনাদের ব্যস্ততম জীবনে আমার এই জন্ম তারিখটি মনে রেখে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবাসা প্রকাশ করেছেন-সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের এই অকৃত্রিম ভালোবাসাই আমার চলার পথের পাথেয়।' ওই পোস্টে যোগ করে হানিফ সংকেত আরো লেখেন, 'দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।'