News71.com
 Entertaintment
 03 Nov 22, 06:30 PM
 330           
 0
 03 Nov 22, 06:30 PM

শাহরুখ খানের জন্মদিনে ‘আলোকিত’ বুর্জ খলিফা।।

শাহরুখ খানের জন্মদিনে ‘আলোকিত’ বুর্জ খলিফা।।

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা শাহরুখ খানের ৫৭তম জন্মদিন ছিল মঙ্গলবার (২ নভেম্বর)। বলউড বাদশার জন্মদিন উদযাপন করতে দুবাইয়ের বুর্জ খলিফা সেজেছিল ভিন্ন সাজে। যদিও কিং খানের বাড়ি মান্নাত ছিল জনশূন্য। তবে ভক্তরা ভিড় করেছিল মান্নাতের সামনে। বেশ কিছু টুইটার থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বুর্জ খলিফা রঙিন আলোতে ঝলমল করছে। পাশাপাশি শাহরুখ খানকে বার্থডে মেসেজ দেওয়া হচ্ছে। আলোয় ভেসে ওঠে শাহরুখ খানের নাম ও ছবি। বুর্জ খলিফায় আলোর ঝলকানির সঙ্গে সঙ্গে লেখা উঠে, হ্যাপি বার্থডে শাহরুখ খান, উই লাভ ইউ শাহরুখ খান। বুর্জ খলিফা এবারই প্রথম শাহরুখের জন্মদিন উপলক্ষে আলোকিত হলো না। এটা এখন রীতিতে পরিণত হয়েছে। গত বছর জন্মদিনে দুবাইয়ে ছিলেন শাহরুখ। সেই আলোকময় বুর্জ খলিফার ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছিলেন বলিউড ‘বাদশা’ নিজেই। এবারের জন্মদিন পালন না করে সপরিবারে মান্নাত ছেড়ে পাড়ি জমিয়েছেন আলিবাগের খামারবাড়িতে। জনসমাগম থেকে দূরে থাকতেই পরিবার নিয়ে সেখানে যান এ অভিনেতা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন