News71.com
 Entertaintment
 09 Nov 22, 09:44 AM
 328           
 0
 09 Nov 22, 09:44 AM

নভেম্বর রেইন’ কনসার্ট শনিবার।।

নভেম্বর রেইন’ কনসার্ট শনিবার।।

বিনোদন ডেস্কঃ শীত মৌসুম মানেই কনসার্ট। সেই ধারাবাহিকতায় রাজধানীতে ওপেন এয়ার কনসার্ট হতে যাচ্ছে শনিবার (১২ নভেম্বর)। ‘নভেম্বর রেইন ভলিউম ২’ শিরোনামের এ কনসার্ট হবে ইন্টারন্যশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরার এক্সপো জোনে। ব্র্যান্ডমিথের উদ্যোগে কনসার্টে অংশ নেবে ব্যান্ডদল অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, মেঘদল, চিরকুট, ইন্দালো, অ্যাসেজ, ভাইকিং ও পাওয়ারসার্জ। মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, মঞ্চে আর্টসেল, ব্ল্যাক ও ক্রিপটিক ফেইট ব্যান্ড মিলে ‘আশীর্বাদ’ নামের একটি গান পরিবেশন করবেন। এছাড়া প্রত্যেকটি ব্যান্ডদল যে ব্যান্ডদলের দ্বারা প্রভাবিত, সেই ব্যান্ডের একটি গান গাইবেন মঞ্চে। ভাইকিংস ব্যান্ডের একটি চমক থাকবে আয়োজনে। এ বিষয়ে আরো জানানো হয়, ১২ নভেম্বর দুপুর ১ টা থেকে শুরু হবে কনসার্ট। আগ্রহীরা গেট সেট রক ওয়েব সাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন