News71.com
 Entertaintment
 13 Dec 22, 11:51 PM
 217           
 0
 13 Dec 22, 11:51 PM

আমি মনে-প্রাণে চাই মেসি বিশ্বকাপ জিতুক।। সিয়াম

আমি মনে-প্রাণে চাই মেসি বিশ্বকাপ জিতুক।। সিয়াম

বিনোদন ডেস্কঃ লিওনেল মেসির ভক্ত পুরো বিশ্বজুড়ে।সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমের তারকারাও মেসির বাঁ পায়ের বাঁকে বিস্মিত হন। ভালোবাসার চাদরে জড়িয়ে নেন খুদে ফুটবল জাদুকরকে। সেই মেসির হাত ধরেই ৩৬ বছর পর বিশ্বকাপ জিতুক এমনটাই চান জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।  সোমবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সাইবার যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রথম থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’ সিনেমার মোশন পোস্টার ও আগমনী আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমায় লুমিন চরিত্রে অভিনয় করা অভিনেতা সিয়াম।  সেখানেই মেসিকে নিয়ে মন্তব্য করেন সিয়াম। এই অভিনেতা বলেন, আমি মনে-প্রাণে চাই এবারের বিশ্বকাপটা মেসি তার টিমের জন্য জিতুক। যদিও আমি স্পেন সাপোর্টার। তারপরও চাই এবারের বিশ্বকাপ মেসির জন্য স্মরণীয় হয়ে থাকুক। আর্জেন্টিনা জিতুক। প্রসঙ্গত, ১৯৮৬ সালে সবশেষ আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। এরপর কেটে গেছে ৩৬ বছর; কিন্তু সেই সোনালী ট্রফি ফেতার সুযোগ হয়নি মেসির দেশটির। তবে এবার বিশ্বকাপের খুব কাছাকাছিই আছে আর্জিন্টিনা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন