News71.com
 Entertaintment
 14 Jan 23, 12:29 AM
 279           
 0
 14 Jan 23, 12:29 AM

বিনোদনের জায়গা কমলে সমাজের অসঙ্গতি বাড়বে।।বাঁধন

বিনোদনের জায়গা কমলে সমাজের অসঙ্গতি বাড়বে।।বাঁধন

বিনোদন ডেস্ক: ‘মানুষের বিনোদনের জায়গা যত কমে যাবে, সমাজের অসঙ্গতি তত বাড়বে। তাই আমি আশা করবো, শুধু স্টার সিনেপ্লেক্স না, অন্যরাও নিজ উদ্যোগে এখানে আরও সিনেমা হল তৈরি করবেন।’- সিনেমা হল বাড়ানোর দিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন।শুক্রবার (১৩ জানুয়ারি) রাজশাহীর বুলনপাড়া আই বাধ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের সপ্তম শাখা৷ এই আয়োজনে যোগ দিয়ে উল্লেখিত মন্তব্য করেন বাঁধন। এসময় নিজের অনুভূতি প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, আমি ভীষণ আনন্দিত যে, সিনেপ্লেক্স এখানে তাদের একটি সিঙ্গেল স্ক্রিন চালু করেছে। তবে আমি আশা করবো, তারা আরো স্ক্রিন চালু করবে রাজশাহীতে। তনে এটা ভীষণ দুঃখজনক, রাজশাহীতে আগে যতগুলো হল ছিলো, সেগুলো ভেঙে ফেলা হয়েছে, বন্ধ হয়ে গেছে। সম্প্রতি মুক্তি দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত সিনেমা ‘গুটি’। যেখানে তাকে মাদকের কারবারি রূপে দেখা গেছে। শঙ্খ দাসগুপ্ত পরিচালিত কাজটি করে কেমন সারা পাচ্ছেন? এমন প্রশ্নে বাঁধন বলেন, ভালো-মন্দ দুই ধরনের মন্তব্য করেছেন দর্শকরা। বলা যায়, মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন