News71.com
 Entertaintment
 04 Apr 23, 04:34 PM
 233           
 0
 04 Apr 23, 04:34 PM

বুকের মধ্যে আগুন’ প্রচার কেন বন্ধ নয়।। হাইকোর্টের রুল

বুকের মধ্যে আগুন’ প্রচার কেন বন্ধ নয়।। হাইকোর্টের রুল

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যু রহস্য নিয়ে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য তানিম রহমান অংশু নির্মাণ করেন ওয়েব সিরিজ ‘বুকের ভিতর আগুন’। গেল ২ মার্চ পূর্ব ঘোষণা ছাড়াই মুক্তি পেয়েছে এটি। এবার ওয়েব সিরিজটির প্রচার বন্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৪ এপ্রিল) বিচারপতি খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৪ সপ্তাহের এ রুল জারি করেন। সালমান শাহ’র মা নীলা চৌধুরীর দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করে আইনজীবী চৌধুরী মোর্শেদ কামাল টিপু বলেন, ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে সালমান শাহ ও তার মা নীলা চৌধুরীর জীবনী নিয়ে মিথ্যা ও মনগড়া তথ্য অসম্মানজনকভাবে উপস্থাপন করা হয়েছে।

 

এর আগে জানুয়ারিতে সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজের গল্প নিয়ে ধারণা দেয় হইচই। সিরিজটির ঘোষণা আসার পর এর গল্পের প্রেক্ষাপট জেনে নানা মন্তব্য করতে থাকেন অনেকে। ফেব্রুয়ারিতে সিরিজ নিয়ে আপত্তি তোলেন সালমান শাহর মা নীলা চৌধুরী ও মামা আলমগীর কুমকুম। ওয়েব সিরিজটি প্রচার বন্ধের হাইকোর্টে একটি রিট করেন সালমানের মা নীলা চৌধুরী। সালমানের মামা ৫ ফেব্রুয়ারি একটি লিগ্যাল নোটিস পাঠান হইচইকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন