News71.com
 Entertaintment
 08 May 23, 06:25 PM
 194           
 0
 08 May 23, 06:25 PM

মঞ্চে হেনস্তার শিকার হলেন অরিজিৎ ।।

মঞ্চে হেনস্তার শিকার হলেন অরিজিৎ ।।

বিনোদন ডেস্কঃ সম্প্রতি আওরঙ্গবাদে গানের অনুষ্ঠানের মঞ্চে হেনস্তার শিকার হলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এ ঘটনায় হাতে গুরুতর চোট পেয়েছেন গুণী এ শিল্পী। নিজের প্রতিভা আর সুরেলা কণ্ঠের জাদুতে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন এ সংগীতশিল্পী। আর সেই খ্যাতিরই এবার বিড়ম্বনা দিতে হলো অরিজিৎকে। আওরঙ্গাবাদে গানের অনুষ্ঠানের মঞ্চে যখন অরিজিৎ গান গাইছিলেন তখন ভক্তরা প্রিয় শিল্পীকে দেখে আর নিজেকে সামলে রাখতে পারেননি।

 

শিল্পীর হাত ধরে টানাটানি শুরু করেন ভক্তরা। আর তাতেই ঘটে বিপত্তি। ভক্তদের টানাটানিতে বেকায়দায় পড়েন শিল্পী। আর তাতেই ডান হাতে গুরুতর চোট পান তিনি। ওই মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। ভাইরাল হওয়া ওই ভিডিওতে অরিজিৎকে মঞ্চেই দেখা গেছে অসুস্থ হতে। ভক্তদের টানাটানি থেকে নিজেকে সরিয়ে নেয়ার পরও শিল্পীর হাত সোজা করতে পারছিলেন না, তার হাত কাঁপছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন