বিনোদন ডেস্ক: সেনা অভ্যুত্থানের চেষ্টার মধ্যে তুরস্কে আটকা পড়েছেন ভারতীয় বাংলা সিনেমার সুইট অভিনেত্রী মিমি। গতকাল শুক্রবার রাতে তুরস্কের রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলে বিক্ষোভকারী ও সেনা সদস্যদের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৬০জন নিহতের খবর পাওয়া গেছে। গ্রেফতার করা হয়েছে বিক্ষোভে অংশ নেওয়া দেড় সহস্রাধিক সেনা সদস্যকে। প্রেসিডেন্ট এর্দোয়ান বলছেন, পরিস্থতি তাদের নিয়ন্ত্রণে এসেছে।
জানা গেছে, চলতি মাসের প্রথম দিকে সিনেমার শুটিংয়ে গিয়েছিল পরিচালক বিরসা দাশগুপ্তের প্রায় ৪২ সদস্যের টিম। গতকাল শুক্রবার রাতের এই ঘটনায় গোটা টিম আটকে পড়েছে সেখানে। ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজনায় একটি ছবির শুটিংয়ে এখন ইস্তাম্বুলে রয়েছেন বিরসা। ছবির নায়িকা মিমি এবং নায়ক যশ দাশগুপ্তও রয়েছেন ওই টিমে। আরও রয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী তথা অভিনেতা ব্রাত্য বসুও।
বিরাসা গতকাল শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে বাড়িতে ফোন করে স্ত্রী বিদীপ্তা চক্রবর্তীকে তুরস্কের পরিস্থিতির কথা জানিয়েছেন। পাশাপাশি, তারা যে সুরক্ষিত রয়েছেন এ কথাও জানান তিনি। বিরাসা বলেন, সবাই সুরক্ষিত আছেন। শহরের একটি হোটেলে রয়েছে গোটা টিম।
বিদীপ্তার বোন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বলেন, ‘বিরসা কাল রাতে দিদিকে ফোন করেছিল। ওরা ভাল আছে।’