
বিনোদন ডেস্কঃ ইউনিসেফের দূত হয়ে তিন দিনের সফরে ভারতে এসেছিলেন সাবেক ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। শত ব্যস্ততার মাঝেও তিনি উপস্থিত হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের বাড়িতে। হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানাচ্ছে, ক্রিকেটের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গসমতা আনতে ইউনিসেফের সঙ্গে অংশীদারত্ব করেছে আইসিসি। এ প্রকল্পের প্রচারে অংশ নিতে গত মঙ্গলবার ভারতে যান বেকহাম।
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই মিডফিল্ডার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালও উপভোগ করেছেন। তবে বলিউডের শহর মুম্বাইয়ে গিয়ে বলিউড তারকাদের সময় কাটাবেন না, তা কী করে হয়! শাহরুখ খানের নিমন্ত্রণ তাই সাদরে গ্রহণ করেন বেকহাম। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ক্যাজুয়াল পোশাকে চুপিচুপি মান্নাতে প্রবেশ করেন বেকহ্যাম। সেই সময় একাধিক লাক্সারি গাড়ি ঢুকতে দেখা যায় শাহরুখ খানের বাংলোতে। যা দেখে ধারণা করা যায় বেকহ্যামের জন্য ব্যক্তিগত পার্টি রেখেছিলেন শাহরুখ খান। তবে অন্দরের ছবি এখনও সামনে আসা বাকি।