বিনোদন ডেস্কঃ দীর্ঘদিন পর আবারও বাংলা ছবিতে দেখা যাবে রাখি গুলজারকে। তার শেষ ছবি ‘রক্তবীজ’ এখনো থিয়েটারে চলছে। পুজো রিলিজ ছবিগুলোর মধ্যে অন্যতম প্রশংসিত ছবি এটি। এর মাঝেই পরের ছবির ঘোষণা সারল উইন্ডোজ প্রোডাকশন। তাদের পরের ছবি ‘আমার বস’ এ মুখ্য ভূমিকায় রাখি গুলজার।
এই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নন্দিতা রায়। এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শ্রাবন্তী। রাখি গুলজার অভিনীত শেষ বাংলা ছবি নির্বাণ। কিন্তু খুব বেশি দর্শক এই ছবি দেখতে পাননি। চার বছর আগে ছবি উৎসবে প্রদর্শিত হলেও হলে মুক্তি পায়নি গৌতম হালদার পরিচালিত নির্বাণ। সেই অর্থে ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’-এর পর ফের বাংলা ছবিতে বাঙালি কন্যের অভিনয় দেখার সুযোগ পাবে বাঙালি দর্শক।