News71.com
 Entertaintment
 02 Dec 23, 08:00 PM
 138           
 0
 02 Dec 23, 08:00 PM

কাভি খুশি কাভি গাম সিনেমার পূজার বিয়ে সম্পন্ন

কাভি খুশি কাভি গাম সিনেমার পূজার বিয়ে সম্পন্ন

 

 

বিনোদন ডেস্কঃ ২০০১ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ছবি ‘কাভি খুশি কাভি গাম’। এ ছবির অন্যতম জনপ্রিয় চরিত্র ‘পূ’ অর্থাৎ ‘পূজা’। এ চরিত্রের কথা উঠলেই সকলের মনে পড়ে যায় কারিনা কাপুরের গ্ল্যামারাস লুকের কথা। কিন্তু কারিনার ছোটবেলার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি মালবিকা রাজ। পু-এর চরিত্র করার পর আর কোনও ছবিতে দেখা যায়নি তাকে। এবার নতুন জীবন শুরু করলেন সে দিনের শিশু অভিনেত্রী মালবিকা রাজ। 

 

বৃহস্পতিবার গোয়ায় বিয়ের আসর বসে মালবিকার। পাত্র মুম্বাইয়ের ব্যবসায়ী। নাম প্রণব বগ্গা। সোনালি সুতোর কাজ করা লেহাঙ্গায় সেজেছিলেন মালবিকা। মানানসই শেরওয়ানি পরেছিলেন প্রণব। বিয়ের পর ছবি সমাজমাধ্যমের পাতায় ছবি পোস্ট করেন মালবিকা। চলতি বছর ২৩ নভেম্বর ধুমধাম করে বাগ্দান সারেন অভিনেত্রী। তুরস্কে গিয়ে প্রাক্বিবাহ ফটোশুট করান মালবিকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন