বিনোদন ডেস্কঃ ‘আমার শরীরটুকু মৃত্যুর পরেও যেন কাজে লাগে, সেটা খুব করে চাই। আমার হার্ট যদি ভালো থাকে সেটা স্থানান্তর হবে অন্য শরীরে, যার মাধ্যমে বেঁচে থাকবে আরেকটা জীবন। এসব ভাবতেও ভালো লাগে। শুধু হার্ট নয়, আমার শরীরের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক থাকবে সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসা বিজ্ঞানের প্রসারে; এটা আমি মনেপ্রাণে চাই। এমনকি আমার কঙ্কালও যেন ব্যবহার করা হয় সেটাও আমি চাই।’
নিজের জন্মদিনে এমন অনুভূতি ব্যক্ত করলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। আজ (৮ ডিসেম্বর) ৩০তম জন্মদিনে ‘মরণোত্তর দেহদান’ করার আনুষ্ঠানিক ঘোষণার আগেই জানালেন কেন তিনি এ বিষয়ে আগ্রহী। এর মধ্যে বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে স্পর্শিয়া চূড়ান্ত আলাপ করেছেন।