News71.com
 Entertaintment
 09 Dec 23, 09:52 AM
 97           
 0
 09 Dec 23, 09:52 AM

বিয়ের এক দিন আগে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভিকি!

বিয়ের এক দিন আগে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভিকি!

 

বিনোদন ডেস্কঃ ২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবে বিয়ের আগে থেকেই আড়ালে-আবডালে দুই বছর প্রেম করেছেন এই বলিউড যুগল। নিজেদের সম্পর্ককে ক্যামেরার ঝলকানি থেকে দূরেই রেখেছিলেন এই পাওয়ার কাপল। বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউ-ই। তবে বিয়ের আগে হবু বউয়ের পরিবারের সঙ্গে কেমন জমেছিল প্রথম সাক্ষাৎ, সে বিষয়ে জানান ভিকি। কফি উইথ করণের অষ্টম পর্বের সর্বশেষ সিজনে হাজির হয়েছিলেন ভিকি কৌশল ও কিয়ারা আদভানি। দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনের নানা কথা খোলসা করেন। 

 

সেখানে ভিকি জানান, তার আর ক্যাটরিনার প্রপোজটা ছিল বেশ নাটকীয়। বিয়ের এক দিন আগে হবু বউকে বিয়ের প্রস্তাব দেন স্যাম বাহাদুর অভিনেতা। অভিনেতা প্রকাশ করেছেন যে, রাজস্থানের সাওয়াই মাধোপুরে (তাদের বিয়ের গন্তব্য) তখন চলছিল নৈশভোজ। ভিকি বলেন, ‘আমাকে সবাই সতর্ক করে দিয়েছিল যে, আমি যদি প্রপোজ না করি, তবে আমাকে সারাজীবনের জন্য তা নিয়ে পস্তাতে হবে। বিয়ের একদিন আগেই আমি তা করে দিয়েছিলাম। বন্ধুবান্ধব ও পরিবারের কেউ আসার ঠিক আগে, রাতের খাবারের সময়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন