বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষি সিনহা। অবশ্য বাবার পরিচয় ছাপিয়ে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের নামটাকেও প্রতিষ্ঠা করেছেন। যদিও ইদানিং তাকে অভিনয়ে কম দেখা যায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে ঠিকই আলোচনায় থাকেন।
বিশেষ করে ‘চুটিয়ে প্রেম করছেন’ তাকে নিয়ে এমন শিরোনামের খবর ভারতীয় গণমাধ্যমে প্রায়ই প্রকাশ হয়েছে। অভিনেতা জাহির ইকবালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক বলা যায় ওপেন সিক্রেট। সোশ্যাল মিডিয়াতেও দুজনের বেশ মাখামাখি। কিন্তু সেসব খবরের সত্যতা কখনোই স্বীকার করেননি সোনাক্ষি। অবশেষে নিজের প্রেমিকের নাম প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী। গত রোববার জাহিরের জন্মদিনে একটি ছবি পোস্ট করেছেন সোনাক্ষি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার একান্ত আপন ব্যক্তিগত সাইকো জাহির ইকবালকে জন্মদিনের অনেক শুভেচ্ছা’। এ ‘একান্ত আপন’ শব্দ দুটি নিয়ে অবশেষে সবকিছু স্বীকার করে নিলেন তিনি-এমনটাই বলছেন নেটিজেনরা। এর আগে জাহিরও সোনাক্ষির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিশেষ পোস্ট করেছিলেন।