News71.com
 Entertaintment
 14 Dec 23, 12:44 PM
 177           
 0
 14 Dec 23, 12:44 PM

প্রশান্ত নীল পরিচালিত সালার সিনেমায় প্রভাসের সঙ্গে যশ

প্রশান্ত নীল পরিচালিত সালার সিনেমায় প্রভাসের সঙ্গে যশ

 

 

বিনোদন ডেস্কঃ আগামী ২২ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘বাহুবলি’ খ্যাত অভিনেতা প্রভাসের সালার সিনেমা। শুরু থেকেই ধারণা করা হচ্ছিল, এই সিনেমার সঙ্গে ‘কেজিএফ’ এর যোগসূত্র থাকবে। কারণ কেজিএফ নির্মাতা প্রশান্ত নীলের পরিচালনায় তৈরি হয়েছে ‘সালার’। যদিও নির্মাতারা শুরু থেকেই এ বিষয়ে নীরব ভূমিকা পালন করেছেন।

 

 

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, কেরালায় একটি গানের প্রতিযোগিতায় জয়ী হওয়া গায়িকা তীর্থা সম্প্রতি ‘সালার’ সম্পর্কে মন্তব্য করে সবাইকে চমকে দিয়েছেন। গায়িকা বলেছেন, তিনি সালারে গান গেয়েছেন। সিনেমাটি প্রসঙ্গে তীর্থা বলেন, ‘প্রভাস চাচা, যশ চাচা, এবং পৃথ্বীরাজ চাচার সিনেমার অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত আমি। ’ গায়িকার এমন মন্তব্যের পরেই ভক্তদের উন্মাদনা আরও বেড়ে গেছে। ‘সালার’ সিনেমায় ‘কেজিএফ’-এর যশ থাকছেন, এমন খবরে দর্শকদেরও আগ্রহের পরিমাণ বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন