News71.com
 Entertaintment
 14 Dec 23, 06:40 PM
 152           
 0
 14 Dec 23, 06:40 PM

অর্থকষ্টে ভুগছেন প্রয়াত অভিনেতা তাপস পালের পরিবার

অর্থকষ্টে ভুগছেন প্রয়াত অভিনেতা তাপস পালের পরিবার

 

বিনোদন ডেস্কঃ অর্থকষ্টে ভুগছেন ওপার বাংলার প্রয়াত অভিনেতা তাপস পালের পরিবার। যেখান থেকে পরিত্রাণ পেতে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ হাতে আঁকা উপহারের দুইটি ছবি বিক্রি করে দিতে চাইছেন অভিনেতার স্ত্রী নন্দিনী পাল। তাপস পাল যখন বেঁচেছিলেন তখন এই দুইটি ছবি তাকে উপহার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তমানে অর্থকষ্টে থাকায় তাপস পালের স্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, ছবি দু’টি বিক্রি করে দেবেন তিনি।

 

ভারতীয় সংবাদমাধ্যমকে নন্দিনী পাল বলেছেন, ‘নিজের আঁকা দু’টি ছবি তাপসকে উপহার দিয়েছিলেন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়)। শুনেছি, ওনার আঁকা ছবি কোটি টাকায় বিক্রি হয়। তাই আমি ছবি দুইটি বিক্রি করতে চাইছি। কেউ ১ কোটি টাকা দিলে ওই দুইটি ছবি বিক্রি করে দেব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন