News71.com
 Entertaintment
 18 Dec 23, 10:31 PM
 157           
 0
 18 Dec 23, 10:31 PM

নাতনির পারফরম্যান্স দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন

নাতনির পারফরম্যান্স দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন

 

 

বিনোদন ডেস্কঃ তাদের নাকি বিবাহবিচ্ছেদ হচ্ছে। ইতোমধ্যেই নাকি স্বামী অভিষেক বচ্চনের বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। বলিপাড়ায় কান পাতলেই বচ্চন সংসারের অশান্তি নিয়ে আলোচনা শোনা যায়। তবে এখনও পর্যন্ত এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি পরিবারের কেউই। কখনও ‘আর্চিজ’-এর প্রিমিয়ারে, তো কখনও আবার আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে। একদিকে বিচ্ছেদের আলোচনা অব্যাহত। মেয়ের স্কুলের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অভিষেক-ঐশ্বরিয়াকে একসঙ্গে দেখা গেল।

 

প্রথম দিন আলাদা আলাদা গাড়ি থেকে নামতে দেখা গিয়েছিল তাদের। তারপর অবশ্য ফিরেছিলেন একই গাড়িতে। এবার দ্বিতীয় দিনে দেখা গেল পাশাপাশি হেঁটে স্কুলে ঢুকছেন তারা। আর একে অপরের সঙ্গে কথা বলতে ব্যস্ত। আর ঐশ্বরিয়া তো অভিষেকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। এই ছবি প্রকাশ্যে আসতেই জন্ম নিয়েছে নতুন ভাবনা। 

 

আর নাতনির পারফরম্যান্স দেখে তো মুগ্ধ অমিতাভ বচ্চন। অমিতাভ নিজের ব্লগে লেখেন, “আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের একটা মুহূর্ত। মঞ্চে যেভাবে অভিনয় করল আমাদের পরিবারের এই ছোট্ট সদস্য, তা সত্যিই ওর সহজাত প্রতিভা। যদিও ছোট্ট মানুষটা আর ছোট্ট নেই, ক্রমে বড় হয়ে উঠছে। ”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন