News71.com
 Entertaintment
 20 Dec 23, 09:39 AM
 120           
 0
 20 Dec 23, 09:39 AM

শাহরুখ-পত্নী গৌরী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে

শাহরুখ-পত্নী গৌরী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে

 

 

বিনোদন ডেস্কঃ শাহরুখ-পত্নী গৌরী খানকে নোটিশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। ৩০ কোটি রুপির আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছে তার। খুব শিগগিরই ইডি তলব করতে পারে গৌরীকে। তবে এখনো ওই নোটিশের কোনো জবাব দেননি তিনি। 

 

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, ভারতের তুলসিয়ানি গ্রুপের ব্যান্ড অ্যাম্বাসেডর গৌরী। ২০১৫ সালে ওই সংস্থায় কাজ শুরু করেন তিনি। গত কয়েক মাস আগেই লখনৌয়ের সুশান্ত গল্ফ সিটির পুলিশ স্টেশনে জামিন-অযোগ্য ধারায় মামলা করেন মুম্বাইয়ের বাসিন্দা যশবন্ত। তার অভিযোগ, ৮৬ লাখ রুপি দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি। তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার প্রধান মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌরী। তার দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত।

 

যশবন্তের দাবি, যেহেতু গৌরী ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই এ বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তার ওপরও। তাই শাহরুখ-পত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। গৌরী ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকায় এবার ইডির নজরে পড়লেন গৌরী। শোনা যাচ্ছে খুব শিগগিরই তাকে তলব করা হবে। প্রায় ৩০ কোটি রুপির গরমিল পাওয়া গিয়েছে ওই ফ্ল্যাটের হিসেবে। গৌরী খানের ওই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে ইডি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন