News71.com
 Entertaintment
 20 Dec 23, 09:40 AM
 145           
 0
 20 Dec 23, 09:40 AM

হেইলিকে বিয়ে করে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম জাস্টিন বিবার

হেইলিকে বিয়ে করে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম জাস্টিন বিবার

 

 

বিনোদন ডেস্কঃ কানাডিয়ান সংগীতশিল্পী জাস্টিন বিবার ও আমেরিকান মডেল হেইলি বাল্ডউইনের দাম্পত্য জীবনের পাঁচ বছর পূরণ হলো কিছুদিন আগে। এর আগে গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন বিবার। তাদের ব্রেকাপ মন ভেঙে দিয়েছিল অনেক ভক্তের। এরপরই ২০১৮ সালে হঠাৎ গোপনে হেইলিকে বিয়ে করেন বিবার। কিন্তু সেই বিয়েকে এখনও মেনে নিতে পারেনি জাস্টিন এবং সেলেনা ভক্তরা। তাইতো শুরু থেকে এখন পর্যন্ত নানা রকম ট্রলের শিকার হয়েছেন জাস্টিন ও হেইলি।

 

তবে এ বিয়ে যে শুধু ভক্তরা মেনে নিতে পারেননি এমনটা নয়, বিয়ের পরপরই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বিবারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। জাস্টিন বলেন, ‘আমার মনে আছে আমি যখন বিয়ে করি, তখন কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। কারণ, ভেবেছিলাম বিয়ে আমার সব সমস্যার সমাধান করবে। কিন্তু তা হয়নি। তখন আমি নিজেকে আয়নায় দেখতাম এবং ভাবতাম, যেমনটা ভেবেছিলাম, আমি আসলে সেই ব্যক্তি নই। এটি শুধুমাত্র ট্রমা এবং জীবনের নানা পরিস্থিতির ফলাফল।’ 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন