News71.com
 Entertaintment
 20 Dec 23, 10:53 AM
 150           
 0
 20 Dec 23, 10:53 AM

ফের প্রেমে পড়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী

ফের প্রেমে পড়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী

বিনোদন ডেস্কঃ ফের নাকি প্রেমে পড়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। যদিও শ্রাবন্তীকে নিয়ে এই প্রেমের গুঞ্জন নতুন নয়। জানা গেছে, শ্রাবন্তীর এই প্রেমিক আর কেউ নন, তার আগামী ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র। হ্যাঁ, ঠিকই শুনছেন, গত কয়েক সপ্তাহ ধরে পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের রসায়ন নিয়ে চর্চা চলছে টলিপাড়ায়।

যদিও এর আগেও যে এমন গুঞ্জন ছড়ায়নি তা নয়। চলতি বছরের শুরুর দিকেও একই ধরনের গুঞ্জনের কথা শোনা গিয়েছিল। সেসময় অবশ্য এমন কথায় বিরক্তি প্রকাশ করেছিলেন শ্রাবন্তী। তবে এখন শোনা যাচ্ছে, খবরটা নাকি মিথ্যা নয়। শ্রাবন্তীর রিলেশনশিপ স্টেটাস নাকি এখন ‘সিঙ্গল’ থেকে ‘কমিটেড’ হয়েছে। টলিপাড়ার কেউ কেউ বলছেন, শ্রাবন্তীর সঙ্গে শুভ্রজিৎ মিত্রের সম্পর্কের সূত্রপাত নাকি বেঙ্গালুরুতে গিয়ে। তারা সেখানে গিয়েছিলেন চলচ্চিত্র উৎসবে যোগ দিতে। তখন থেকেই শুরু হয়েছে একে অপরকে চেনার পালা, কাছাকাছি আসার পালা। আর এরপর কলকাতায় ফিরে শুভ্রজিৎ মিত্র জানিয়েছিলেন, তিনি শ্রাবন্তীকে নিয়েই ‘দেবী চৌধুরানি’ বানাচ্ছেন। হইচই করে নিজের এই ছবির কথা ঘোষণা করেছিলেন পরিচালক শুভ্রজিৎ। ছবিতে শ্রাবন্তীর নায়ক প্রসেনজিৎ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন