News71.com
 Entertaintment
 22 Dec 23, 04:27 PM
 145           
 0
 22 Dec 23, 04:27 PM

শ্বশুরের নির্বাচনী প্রচারণায় সংগীতশিল্পী লিজা

শ্বশুরের নির্বাচনী প্রচারণায় সংগীতশিল্পী লিজা

বিনোদন ডেস্কঃ চলতি বছরটা সংগীতশিল্পী লিজার জন্য ছিল একেবারেই অন্য রকম। এ বছর তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার আগে নিজের কাজের জন্য বাবা-মাকে উপহার দিতে পেরেছেন ‘মা পদক’ ও ‘গর্বিত বাবা’ পদক। বছরের শেষ প্রান্তে জানিয়েছেন নিজের বিয়ের খবরও। তবে এদিকে আজ এ সংগীতশিল্পীর জন্মদিন। দিনটিতে তিনি অবস্থান করছেন নোয়াখালীতে। জানা গেছে, তার শ্বশুর খন্দকার রুহুল আমিন নোয়াখালী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। শ্বশুরের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার লক্ষ্যেই মূলত নোয়াখালী অবস্থান করছেন লিজা। তাই জন্মদিনও কাটছে সেখানে। তিনি বলেন, ‘এবারের জন্মদিনে হীরাপুরে আছি।

আমার শ্বশুর যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছেন, তাই তারই নির্বাচনি প্রচারণায় অংশ নিতেই আমি জন্মদিনে সেখানেই অবস্থান করছি। আশা করছি সবার সঙ্গে দেখা হবে। আর আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি।’ নির্বাচনের কারণে স্টেজ শোও কমিয়ে দিয়েছেন তিনি। এদিকে নিজের নতুন কিছু মৌলিক গান প্রস্তুত আছে বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। সেগুলো সময়মতো তারই নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন