News71.com
 Entertaintment
 22 Dec 23, 10:47 PM
 196           
 0
 22 Dec 23, 10:47 PM

৯৬তম অস্কারে জায়গা পায়নি বাংলাদেশের কোনো সিনেমা

৯৬তম অস্কারে জায়গা পায়নি বাংলাদেশের কোনো সিনেমা

বিনোদন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ায় ডলবি থিয়েটারে আগামী ১০ মার্চ বসবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৯৬তম আসর। এ আসরে চূড়ান্ত মনোনয়নের আগে শুক্রবার ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ। যেখানে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য টিকে আছে ১৫টি সিনেমা। এর মধ্য থেকে পাঁচটি সিনেমা অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে।

তবে বরাবরের মতো এবারো অস্কারে জায়গা পায়নি বাংলাদেশের কোনো সিনেমা। বাংলাদেশ থেকে এবার মনোনয়নের জন্য মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত ‘পায়ের তলায় মাটি নেই’ সিনেমাটি পাঠানো হয়েছিল। কিন্তু অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই হয়নি। বাংলাদেশ থেকে মনোনয়ন না পেলেও ভূটানের সিনেমা কিন্তু সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে। ‘দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান’ নামে এ সিনেমাটি পরিচালনা করেছেন পাও চয়নিং দর্জি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন