বিনোদন ডেস্কঃ ক’দিন আগেই সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সিনেমাটিতে দর্শকপ্রিয় এই জুটির অভিনয়ও দারুণ প্রশংসা কুড়ায়। এবার সেই রেশ কাটতে না কাটতে আবারও চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হলেন তিনি। তাও আবার ভারতের তামিল সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে।
সিনেমার নাম ‘মেরি ক্রিসমাস’।
প্রেমের গল্পের আড়ালে খুনের গল্প বুনছেন নির্মাতা শ্রীরাম রাঘবন। এই সিনেমায় নতুনরূপে দেখা মিলবে ক্যাটরিনা ও বিজয়কে। সিনেমার গল্পে দেখা যাবে শুধু একটি রাত। ক্রিসমাসের রাত। এক রাতেই বন্ধুত্ব থেকে প্রেম। কাছাকাছি আসা, ঘনিষ্ঠতা! সম্প্রতি প্রকাশ পেয়েছে ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতির ছবি ‘মেরি ক্রিসমাস’-এর ট্রেলার। ঝলকেই ইঙ্গিত রয়েছে এ ছবি হতে চলেছে টানটান রহস্যে মোড়া।