News71.com
 Features
 13 Feb 21, 12:46 PM
 875           
 0
 13 Feb 21, 12:46 PM

বসন্তে আগুনরাঙা শিমুল বাগান।। অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে

বসন্তে আগুনরাঙা শিমুল বাগান।। অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে

 

ফিচার ডেস্কঃ ন্যাড়ামাথার গাছগুলো এখন আগুন লাল শিমুল ফুলের ঘরবাড়ি। পত্রপল্লবহীন গাছগুলোতে এখন দ্যুতির ঝলকানি। থোকায় থোকায় ফুটে আছে লাল ফুল। বিস্মৃত বাগানজুড়ে যেন রঙের আগুন। প্রকৃতির রঙিন আগুনে ফাগুন দিনে এই করোনাকাল উপেক্ষা করেও আসছেন অগুণতি মানুষ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন তারা। পয়লা ফাগুনে বাঁধভাঙা উচ্ছ্বাসে অনেকেই গলা ছেড়ে গাইছেন বসন্তের গান। কেউ প্রেয়সীর হাত ধরে ছুটোছুটি করেছেন। কেউবা বন্ধু বা সপরিবারে মধুর সময় কাটিয়ে ফিরেছেন বাড়ি। শনিবার সকাল থেকেই তাহিরপুর সীমান্তের মানিগাওয়ে অবস্থিত জয়নাল আবেদীন শিমুল বাগানে দর্শনার্থীদের উপস্থিতি দেখা যাচ্ছে।

 

ঘন সবুজে পাহাড়, স্বচ্ছতোয়া জলের ঝলমলে নদী যাদুকাটা, মরুময় বিস্তীর্ণ বালুপ্রান্তর ঘেরা প্রকৃতিসুন্দর তাহিরপুরের অনন্য এমন স্থানে অবস্থিত সুনামগঞ্জের জয়নাল আবেদিন শিমুল বাগান। তাহিরপুরের সীমান্তগ্রাম মানিগাঁওয়ে দুই দশক আগে ২ হাজার বৃক্ষ সম্বলিত শিমুল বাগানটি এখন দেশ বিদেশের সৌন্দর্যপিয়াসী মানুষের বিশেষ পছন্দ, আকর্ষণের অন্যতম স্থান। কর্তৃপক্ষের মতে দেশের সর্ববৃহৎ শিমুল বাগান এটি। 

 

প্রতিবছর ফুল ফোটার এমন সময়ে বিশেষ করে ভালোবাসার দিবসে দলে দলে এসে লাল শিমুলের রঙে মন রাঙান প্রকৃতি প্রেমিকেরা। ভালোবাসার বসন্ত দিনে পুরো শিমুল বাগানই ছিল ভালোবাসাময়। শিমুল বাগানের সারি সারি গোলাকার গাছ, চিকন ডাল, ন্যাড়া মাথায় ঝুলে থাকা লাল ফুলগুলো এখন এক অন্যরকম আবহ তৈরি করে রেখেছে বাগানে। ‘অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে’ অবগাহন করে অনেককেই আবেগে মাততে দেখা যাচ্ছে। বিষণ্ন মানুষও শিমুলের রঙে উজ্জ্বল করছেন দেহমন। ফাগুন হাওয়ায় ফুলের সঙ্গে তারাও নাচছেন, গাইছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন