News71.com
 Features
 08 Mar 21, 12:18 PM
 764           
 0
 08 Mar 21, 12:18 PM

পদ্মায় বিরল পাখি কালাঘাড় ডুবুরি'র দেখা।

পদ্মায় বিরল পাখি কালাঘাড় ডুবুরি'র দেখা।

 

ফিচার ডেস্কঃ কপাল, মাথার তালু আর ঘাড় কুচকুচে কালো। কানের পশম সোনালি-হলদে, এই রংপ্রলেপ চোখের পেছন থেকে শুরু হয়ে ঘাড়ের ওপর গিয়ে ঠেকেছে। অভিন্ন, তাই স্ত্রী-পুরুষ চেনা দায়। চলাফেরা জোড়ায় জোড়ায়। ডুবসাঁতারে খুব পটু। ক্ষণে ক্ষণে জলকেলিতে মাতে। লেজহীন পাখিটি দারুণ ভীতু। জনমানবের সাড়া পেলেই হলো, মুহূর্তে থেমে যায় দাপাদাপি। নিরাপদবোধ মনে না হলে ঘেঁষে না জলাশয়ের ত্রিসীমানায়। গল্পটি এক অচেনা পাখির। নাম কালাঘাড় ডুবুরি (Black-necked Grebe)। বিলুপ্তির পথে হাঁটা পাখিটি হাড় কাঁপানো শীতে হাওরাঞ্চলের জলে অল্পবিস্তর দেখা মেলে। তবে রাজশাহীর পদ্মা নদীতেও এখন মাঝেমধ্যে কালাঘাড় ডুবুরিকে ডুব দিতে দেখা যাচ্ছে।

 

সম্প্রতি রাজশাহীর পদ্মায় পাখিটিকে আবিষ্কার করেন শৌখিন পাখির ছবি সংগ্রহকারী অনিক মাহমুদ ইমন। তিনি জানান, কয়েক ঘণ্টা ঘোরাঘুরির পর পাখিটি ধরা দেয়। এক পর্যায়ে পাখিটি ডুব দিয়ে মাছ শিকারের জন্য পানির নিচে হারিয়ে যাচ্ছিল প্রায়। শেষ মুহূর্তে কয়েকটি ক্লিকে ফ্রেমবন্দি হয়ে যায় পাখিটি। তিনি আরো জানান, একবার ডুব দিয়ে পাঁচ-সাত মিনিট পানির নিচে থাকতে পারে কালাঘাড় ডুবুরি। হাঁস আকৃতির হলেও ঠোঁট চ্যাপ্টা নয়, সুচালো। নিজের বাচ্চাদের নিরাপদ রাখতে পিঠে চড়িয়ে জলে ভেসে বেড়ায়। দৈর্ঘ্যে ২৮-৩৪ সেন্টিমিটার হয়। প্রসারিত ডানা ৫৮ সেন্টিমিটার। গড় ওজন ৩৬০ গ্রাম। এই কালাঘাড় ডুবুরি জলপাখি গ্রিব পরিবারের সদস্য। এর মাথা, ঘাড়সহ ওপরের বাকি অংশ কালো, শরীরের বাকি অংশ সাদা। কিশোর পাখির গায়ে বাদামি রং থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন